-
নিজেকে সময় দিন
সারাদিন ট্রেডিং চার্ট, ফেসবুক, নিউজ সাইজ, পত্রিকার ভীড়ে আমরা হয়তো ভুলেই যাই আমাদের নিজস্ব কিছু সময় দেয়া উচিত। সেটা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা, পরিবারকে সময় দেয়া, ছোটখাট পিকনিকের আয়োজন করা আর একদমই না পারলে একা বসে মোবাইল, ইলেকট্রিক ডিভাইস সব সাইডে রেখে কোথাও ঘুরতে যাওয়া। সারাদিন একজন ট্রেডার যে পরিমান স্ট্রেস নেয় সে অনুপাতে যদি আপনার মস্তিস্তকে বিশ্রাম না দিতে পারেন তাহলে ধীরে ধীরে আপনি বড় ক্ষতির সম্মুখীন হবেন।
-
যেকোনো কাজে সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিছু সময় রাখা দরকার । কারণ একটানা কাজ করতে করতে মনে ক্লান্তি আসে , কাজে অমনোযোগীতা দেখা দেয় , কাজ সম্পাদনে বেশি বেশি ভূল হয় । তাই সকল কাজে সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিছু সময় বরাদ্দ করা প্রয়োজন । কিছু সময় একা একা বসে থাকা , কোথাও ঘুরতে যাওয়া , কিছুক্ষণ বিশ্রাম নেওয়া ইত্যাদি । এগুলোর মাধ্যমে মনকে আরো বেশি প্রফুল্ল রাখা যায় ।
-
ফরেক্সে পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি অনেক সময় থাকে সেখানে থেকে সময় আপনি নিজেকে সময় দিতে হবে। কেননা নিজের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ ফরেক্সে সকল ক্ষেত্রে। আপনি নিজে যদি সুস্থ না থাকেন তাহলে কোন কাজে আপনার মনোযোগ বসবে না সঠিকভাবে কাজ করতে পারবেন না। আর ফরেক্স মন একটি পেশা যেখানে আপনাকে মনোযোগ সহকারে ধৈর্য ধরে ফরেক্স করতে হয়। তাই নিজের সুস্থতা ও এখানে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই নিজেকে সময় দিতে হবে।
-
ফরেক্সে থেকে সফলতা পেতে একটি অপরিহার্য উপাদান হলো, মস্তিষ্ক ফ্রেশ রাখা। মেজাজ ফুরফুরে রাখা। কেননা ফরেক্সে কাজ করা যথেষ্ট ধৈর্যের ব্যাপার, সেইসাথে প্রতিটি সিদ্ধান্তই গ্রহণ করতে হবে,ঠান্ডা মাথায় এবং ভেবে চিন্তে। এজন্যই আমাদের মাইন্ড রিফ্রেশ এর দরকার রয়েছে। কেননা আমরা রোবট নয়। তাই নিজের মস্তিষ্ক ফ্রেশ রাখতে, মাইন্ড রিফ্রেশ রাখতে, ফুরফুরে মেজাজে থাকতে, আপনার পছন্দ নিয়ে যেকোনো কাজ করতে পারেন।মেইন উদ্দেশ্য হলো, নিজেকে সুস্থ রাখা।
-
আমরা যারা ফরেক্স করি তারা অনেকেই ফরেক্স এর পাশাপাশি অন্য কাজও করে থাকিি। এ কারণে আমরা বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকি। আর আমরা অবসর সময়টুকু ফরেক্স এ কাজ করে থাকি এজন্য আমাদের উচিত আমাদের শরীরকে মাঝে মাঝে একটু বিশ্রাম দেয়ার প্রয়োজন মনে করি। আমরা মানুষ আমরা কোন মেশিন না যে অনর্গল কাজ করে যাব। তাই আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা রুলস অনুযায়ী কাজ করা উচিত। এবং মাঝে মাঝে নিজেদের শরীরের একটু রেস্ট এর প্রয়োজন। আমরা সবসময় একটানা কাজ নিয়ে ব্যস্ত থাকি মোবাইল নিয়ে চাপাচাপি এদিকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অনেক অনেক ধরনের বিনোদন নিয়ে থাকি মোবাইলের মাধ্যমে কিন্তু আসলে আমাদের শরীরের যে একটা রেস্টের প্রয়োজন সেই কথা আমরা কখনই মনে করি না এ কারণে আমরা অনেক সময় দেখা যায় অনেক ভুলভাল ট্রেড নিয়ে ফেলি তাই যার ফলে আমাদের লস হয়। তাই প্রয়োজন
তাই প্রয়োজন শরীরকে মাঝে মাঝে রেস্ট দেওয়া এবং রেস্ট এর ফলে আমাদের ব্রেন কিলিয়ার থাকার ফলে আমরা হয়তো বা ট্রেড নিলে ভালো ফলাফল করতে পারব।
-
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি টপিক পোষ্ট করার জন্য। আমি টাকা আয় করার পিছনে অনেক অনেক পরিশ্রম করে থাকি। আমার সারাদিনের ব্যবস্তার কারনে আমি কোথাও ঘুড়তে যেতে পারি না কোন রিল্যাক্স থাকতে পারি না। তাই আমি আপনার পোষ্ট পরে এখন যত কাজ ই থাকুক না কেন একটু ঘুরার সময় বের করে রিল্যাক্স থাকার জন্য চেষ্টা করব। অবশ্য আমিও শুনেছি যে সারাদিন ইলেকট্রনিক্স ডিভাইস এ থাকলে নিজের ক্ষতি হতে পারে তাই আগেই থেকে সর্তক হওয়া ভাল।
-
ফরেক্স মার্কেটে নিজকে একটু সময় দিতে হবে।অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে আছি।কিন্তু প্রফিট করতে পারছেন না।আসলে আপনি প্রপার ভাবে নিজেকে সময় দেননি।অনলাইনে থাকলেও আপনি ভালো ভাবে ফরেক্স শিখতে পারেন নি।অযাথা সময় নষ্ট করেছেন।এখন সময় হয়েছে নিজেকে মেলে ধরার।যে ভুল গুলো করেছেন তা সংশোধন করুন।আর ফরেক্স মার্কেটে থেকে টাকা ইনকাম করুন।