ট্রেড মানেই লাভ লস এমন ট্রেডার নাই বললেই চলে যারা লস করেনি, আমিও তাদের ভীতর একজন। এমন অনেক হয়েছে যে আমি অনেক লস করেছি আমার ব্যালেন্স হয়েছে শূন্য। আর ফরেক্স করে তখনই সবচেয়ে বেশি কষ্ট অনুভূতি হয়েছে যে অনুভূতি সেই বুঝবে যার ব্যালেন্স শূণ্য হয়েছে। যখন ব্যালেন্স শূন্য হয়েছে আমার কাছে মনে হতো আমার সব শেষ যদিও এটা নতুন সময় বেশি হয়েছে। তবে এখন লসের থেকে লাভ বেশি হয়। ব্যালেন্স শূন্য হবার অনুভূতি আপনিও শেয়ার করতে পারেন।