তোমার যা ব্যালেন্স থাকবে তাতে মার্কেটি বিপক্ষে গেলে যেন সর্বনিন্ম ৪০০-৫০০ পিপস ধরে রাখতে পারে এমন পরিমান ভলিয়ম ব্যবহার করবা তা হলে তুমি ফরেক্স ট্রেড থেকে লাভ বের করতে পারবা।
যেমন= তোমার ব্যালেন্স এ আছে ১০০ ডলার। তা হলে তুমি 0.01 সেন্ট ভলিউম ব্যবহার করবে। হয়তবা তোমার লাভ কমহবে কিন্তু তুমি এখান থেকে প্রফিট নিয়ে যেতে পারবে। সাবধান! লোভ করে কেউ বড় ভলিউম এ ট্রেড করবেন না।