ফরেক্স মার্কেটে সবাই কি লাভ করতে পারে?
ফরেক্স মার্কেটে সবাই লাভ করার জন্য আসে কিন্তু ফরেক্সে সবাই লাভ করতে পারেনা। সবার জন্য ফরেক্স মার্কেট না, সবাই ফরেক্সে সফলতা অর্জন করতে পারেনা। ফরেক্স শুধুমাত্র ধৈর্য্যশীলদের, পরিশ্রমীদের, ডেডিকেট পারসনের জন্য। যে কেউ এখানে সফল হতে পারে না। ফরেক্স ট্রেডিং- এ সবাই সাসটেইন করতে পারেনা। প্রথমিক পর্যায়ে কিছু লস হতে পারে তাই বলে ধৈর্য্য হারানো যাবে না, হতাশ হওয়া যাবে না। মার্কেট এনালাইসিস, ডেমো প্রকটিস করে ফরেক্স এর বিষয়ে যথেষ্ঠ জ্ঞান অর্জন করে তারপর ট্রেড করতে হবে। প্রথমে ধৈর্য্য ধরে কমপক্ষে ৬ মাস ডেমোতে ট্রেড করতে হবে। ডেমোতে ভালো করতে পারলে তারপরে রিয়েল ট্রেড করতে হবে। এভাবে করে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে লাভ করা যেতো পারে।