ফরেক্স ট্রেডিং আসলেই কি সোজা?
ফরেক্ম ট্রেডিং অভিজ্ঞদের কাছে হয়তো সোজা তবে সেটা নতুনদের কাছে কোন ভাবেই সহজ নয়। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার এসেছের আবর এর একটি বড় অংশ ঝড়েও গেছে।তার মূল কারন অনভিজ্ঞতা। যারা দীর্ঘ্যদিন এখানে কাজ করে একটা অভিজ্ঞতা অর্জণ করেছেন। তারা অনেক স্টাডি, এনালাইসিস করে করে এখন তারা অভিজ্ঞ ট্রেডার। তাই বলে নতুনরা এটাকে সহজভাবে নিলে সেটা ভুলই হবে। ফরেক্স থেকে বড় একটা অংশ ঝরে পড়ার মূল কারনই হলো এটাকে মামুলিভাবে নেয়া। অনেকে ফরেক্নে বাই/সেল নিতে পারলই মনে করে থাকেন ফরেক্সের অনেক কিছু শিখে গেছি।
আবার অনেকে প্রথম দু’একটি ট্রেড ভালো ভাবে সফল হলে নিজেকে অনেক দক্ষ মনে করতে শুরু করে দেন। ফরেক্সে ভালো করে শিখতে হলে অবশ্যই প্রচুর এনালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে, ভিডিও, টিউটোরিয়াল দেখতে হবে। এবং প্রচুর ডেমো প্রাকটিস করতে হবে। তাহলেই ফরেক্সে দক্ষ ট্রেডার হবেন এবং একদিন আপনার কাছে ফরেক্স ট্রেডিং সোজা মনে হবে।