ডেমো ট্রেডিং হিরো কিন্তু রিয়েল জিরো।
আমরা যখন ডেমো ট্রেডিং করে থাকি শুধু লাভ আর লাভই কিন্তু সেই আত্নবিশ্বাস নিয়ে রিয়েল মার্কেট আসতেই লসের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারিনা। তার অন্যতম কিছু কারন শেয়ার করা হলো:
১. ডেমোতে একাউন্ট ব্যালেন্স বেশি থাকায় লিভারেজ বা মানি ম্যানেজমেন্ট করার তেমন প্রয়োজন নেই।
২. সবথেকে বড় পার্থক্যটা হচ্ছে পিপস মুভমেন্ট অর্থাৎ কয়টি সংখ্যা আছে সেটি খেয়াল রাখতে হবে যা লাভ লসের মধ্যে বিস্তর ফারাক করে দেয়।
৩. টেনশন ফ্রি ট্রেডের কারনে লং টার্মে ট্রেড করা যায় ডেমো দিয়ে কিন্তু রিয়েল এর ক্ষেত্রে ঝুলে থাকার মতো মানসিকতা খুব কম জনের আছে।
৪. ডেমোতে একাধিক ট্রেড ওপেন করা যায় আর রিয়েলে বেশি ট্রেড নিলেই ব্যালেন্স জিরো।