উভয়মূখী ট্রেড নেয়া কতোট যৌক্তিক?
ইনস্টাফরেক্সে বোনাস একাউন্ট পরিচালনার ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়ার কোন সুযোগ নেই।তবে রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে উভয়মূখী ট্রেড নেয়া যায়। আপনি যদি বোনাস একাউন্ট পরিচালনা করে থাকেন তাহলে একই সাথে উভয়মূখী ট্রেড নেয়ার নিয়ম নেই। এটা করে থাকলে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার ট্রেডিং একাউন্ট ব্যান হয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি রিয়েল একাউন্ট পরিচালনা করেন তাহলে আপনি উভয়মূখী ট্রেড নিতে পারেন। তার পরেও বলবো উভয়মূখী ট্রেড নেয়া স্মার্ট ট্রেডিং নয়। আপনি হয়তোএকটি ট্রেডে প্রফিট করলেন কিন্তু অন্য ট্রেডে অনেক বেশি লস করতে পারেন। তাই আমাদের একাউন্ট সুরক্ষিত রাখতে এ ধরনের ট্রেডিং অবশ্যই পরিহার করা উচিত। এটা কখনোই স্মার্ট ট্রেডিং নয়।