চার্ট থেকে অপ্রয়োজনীয় ইন্ডিকেটর অপসারণ করুন।
চার্টে যতো বেশি ইন্ডিকেটর থাকবে আপনি ততো বেশি দ্বিধায় পড়ে যাবেন। কারণ একেক সময় একেক রকম ইন্ডিকেটর আপনাকে একেক রকম সিগন্যাল দেবে। দেখা যাবে কোন ইন্ডিকেটর আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আবার একই সাথে কোন ইন্ডিকেটর সেল সিগনাল দিচ্ছে তাতে করে আপনাকে কনফিউশনে ফেলে দিবে। আবার একটি ইন্ডিকেটর সব ধরনের মার্কেটে কাজ করবে এমন নয়। নতুনদের জন্য ইন্ডিকেটর গুলি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এর উপর থেকে নির্ভরতা কমাতে পারবেন ততই ভালো। একাধিক ইন্ডিকেটর চার্টে থাকলে বিপরীতমুখী ট্রেডিং সিগন্যাল পেতে পারেন, তাতে করে আপনি দ্বিধায় পড়ে যাবেন এবং ভুল এন্ট্রি নিয়ে বসবেন।