কত দূর কমতে পারে সোনার দাম
গত মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। ২০১৬ সালের নভেম্বরের পর এই প্রথম এক মাসে এত কমেছে সোনার দাম। বিশ্লেষকেরা বলছেন, স্বর্ণের বাজারে অনিশ্চয়তা কমছে। এ পর্যায়ে এখন প্রশ্ন এসেই যায় স্বর্ণের দাম কি আরও কমবে? সোনার দাম নিয়ে বিশ্লেষণ করে কিটকো ডট কম। তাদের তথ্য অনুসারে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম ১৮০০ ডলারের নিচে নেমে গেলেও ২০২১ সালে মূল্যবান এই ধাতুর দাম আবারও ২০০০ ডলার ছাড়িয়ে যাবে। আবার অনেক বিশ্লেষক বলছেন, আগামী দুই মাস কমের দিকে থাকবে স্বর্ণের দাম। স্বর্ণের চাহিদাও করোনা–পূর্ববর্তী অবস্থায় চলে যাবে। তবে এরপর আবার বাড়তে পারে দাম।