ফরেক্স ট্রেডিং আমরা বিভিন্ন দেশের কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করে থাকি। এবং একজন দক্ষ ট্রেডারগন মার্কেটের সকল বিষয় মাথায় রেখে ট্রেড ওপেন করে। এখানে কেউ কি টাইমজোনের ধারনা দিতে পারবেন। ধন্যবাদ।
Printable View
ফরেক্স ট্রেডিং আমরা বিভিন্ন দেশের কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করে থাকি। এবং একজন দক্ষ ট্রেডারগন মার্কেটের সকল বিষয় মাথায় রেখে ট্রেড ওপেন করে। এখানে কেউ কি টাইমজোনের ধারনা দিতে পারবেন। ধন্যবাদ।
ট্রেড করার জন্য উপযুক্ত সময় কখন এমন প্রশ্নের উত্তর দিতে গেলে আগে জানতে হবে আপনি কোন কারেন্সিতে করতে চান। কারন প্রতিটি দেশের কারেন্সি তাদের ট্রেডিং সেশনে ভাল উঠানামা করে। যদি আপনি মার্কিন ডলারে ট্রেড করতে চান তাহলে মার্কিন অধিবেশনের ট্রেড করতে পারেন। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়। মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।