আমি প্রায় এই ধরনের সমস্যার ভুক্তভোগী । মার্কেট আমার পক্ষে দেখলাম সকালে কিন্তু বিকালে আরেক চিত্র। এর থেকে বের হবার উপায় কি।
Printable View
আমি প্রায় এই ধরনের সমস্যার ভুক্তভোগী । মার্কেট আমার পক্ষে দেখলাম সকালে কিন্তু বিকালে আরেক চিত্র। এর থেকে বের হবার উপায় কি।
কোন কিছুতেই লক করা ঠিক নয় পৃথিবীতে যে লোভে পড়েছি সে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে ফরেক্স মার্কেটে যে অধিক লোক পড়েছে সে খুব বেশিদিন টিকতে পারেনি এখানে লাভ করা মানে হেরে যাওয়া তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে অল্প লটারি নিয়ে অধিক ঝুঁকি না নিয়ে অবশ্যই অল্প লগে সন্তুষ্ট থাকা উচিত এতে করে একাউন্ট ব্যালেন্স কোন প্রকার কোন ঝুঁকিতে পড়ে না আমি সকল ভাইদেরকে একটি কথাই বলবো অবশ্যই নিজেকে মুক্ত রাখুন
ফরেক্স মার্কেটে ভয়ংকার ব্যাধির নাম অতিরিক্ত লোভ। লোভের কারণে বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরে যায়। ফরেক্স মার্কেটে মূলধন জিরো হওয়ার কারন ট্রেডার নিজেই। ফরেক্স মার্কেটে লস করার এবং মূলধন জিরো হওয়ার মূল কারন অল্প সময়ে অধিক পরিমান মুনফা অর্জন করতে চাওয়ার মানসিকতা, ফরেক্স ট্রেডিং এ পর্যাপ্ত জ্ঞ্ন অর্জন না করেই ট্রেড শুরু করে দেয়া, বেশি লোভ করা ইত্যাদি। অনেকে দু’একটি ট্রেডে ভালো করতে পারলেই নিজেকে জ্ঞানি ভাবা শুরু করে দেয় এবং বড় বড় লট ক্রয়ে উদগ্রীব হয়ে পড়ে। তখন দেখা যায় লস করে ব্যালেন্স হারিয়ে হতাশ হয়ে পড়ে এবং ফরেক্স মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়। অনেকে লোভের বসবতী হয়ে অল্প সময়ে অধিক মুনফা অর্জন করতে চায় কোন রকম মার্কেট এনালাইসিস ছাড়াই যার দরুন লস করে বসে। তাই আমদের কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করে রিয়েল ট্রেড করা উচিৎ যাতে করে লসের সম্মুক্ষীন না হতে হয়।একই সাথে দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে হবে তারপরে ট্রেড করতে হবে যাতে করে লস না করতে হয় এবং মূলধন হারাতে না হয়।
লোভ সামলাতে না পারলে কখনোই কোনো কিছু করতে পারবেন না। যে লোভ করে বেশি তার জীবনে অনেক খারাপ সময় অতিবাহিত করতে হয় কেননা সে প্রায় সময়ই ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু যদি আপনি ফরেক্স এর কথা চিন্তা করেন তখন আপনাকে একটু লোভ করতে হয় কেননা মাঝে মাঝে একটু লোভ না করলে আপনি ভালো কিছু নাও পেতে পারেন, নিউজ এর সময় একটু লোভ করে রিস্ক নিলে কিছুটা অর্থ উপার্জন করারও যেতে পারে। মূলধন যেনো না নষ্ট হয় সেই দিকে খেয়াল রেখে লোভ করা যায়।
আমরা সবাই জানি যে, কোন কিছুতেই লোভ করা ঠিক নয়। কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ লোভ করে আসলে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যায় না বরং তা আপনি লস করে ফরেক্স থেকে পতন হবেন। ফরেক্স এর সব থেকে বড় শত্রু হল এই লোভ। ফরেক্স এ যে ট্রেডারগন ই এসেছে তারা ফরেক্স এ টিকে থাকতে পারে নি। তািই আমি বলব যে ফরেক্স করার আগে লোভটাকে বিসর্জন দিয়ে তারপর ফরেক্স করুন দেখবেন আপনি জয়ী হবেন।
ফরেক্সে লোভ খুবই ক্ষতিকারক একটি বিষয়। শুধুমাত্র লোভের কারনেই আপনি ফরেক্সে লস করবেন এবং ব্যালেন্স জিরো করবেন। এমন অনেক ট্রেডার রয়েছেন যাদের অতিরিক্ত লোভ করার জন্য ফরেক্স থেকে ছিটকে যেতে হয়েছে। আমি ইতিপূর্বে যতবার ব্যালেন্স জিরো করেছি তার পেছনে মূল কারণ হলো যথাযথ মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লোভ করেছি। লোভ আমাদের বাস্তব জীবনেও ক্ষতির বড় একটি কারণ। তাই লোভকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে। আর মানি ম্যানেজমেন্ট ফলো করা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই।
কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ লোভ করে আসলে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যায় না বরং তা আপনি লস করে ফরেক্স থেকে পতন হবেন। ফরেক্স এর সব থেকে বড় শত্রু হল এই লোভ।আমি ইতিপূর্বে যতবার ব্যালেন্স জিরো করেছি তার পেছনে মূল কারণ হলো যথাযথ মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লোভ করেছি। লোভ আমাদের বাস্তব জীবনেও ক্ষতির বড় একটি কারণ।নিউজ এর সময় একটু লোভ করে রিস্ক নিলে কিছুটা অর্থ উপার্জন করারও যেতে পারে।আসলে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডার আছি তারা সবাই লোভি আসলে লোকটা কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার।