আমরা নতুন অনেক ট্রেডার জানিনা যে, উইথড্র দেওয়ার পর পরই আবার ট্রেড না করা। কারণ নতুন অবস্থায় আমি যখন উইথড্র দিয়েছিলাম তখন আমি নেটেলারে ডলার পাওয়ার পূর্বেই ট্রেড করি। ফলপ্রসূৎ আমি ট্রেডিং এ লস করি। এতে করে আমার উইথড্র আবার পুনরায় ইন্সতা ফরেক্সে ফেরত চলে আসে। পরবর্তিকালে আমি সিনিয়রের মাধ্যমে জানতে পারলাম যে, ডলার একাউন্টে রিসিভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কোন প্রকার ট্রেড ওপেন করা যাবে না।