ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নির্দিষ্ট কারেন্সি পিয়ার এ ট্রেড করতে হয়।কেউ মেজর কারেন্সি পিয়ার এ ট্রেড করে আবার কেউ ক্রস কারেন্সি পিয়ার এ ট্রেড করে কেউ বা গোল্ড এ ট্রেড করে।এতো সব কারেন্সি পিয়ার এর মধ্যে একটা না একটা পিয়ার এর প্রতি সবার দূর্বলতা থাকে বা পছন্দ থাকে।এই পছন্দ টা বিভিন্ন কারণে হতে পারে।বেশি লাভ করার কারনে হতে পারে বা রেগুলেশন ভালো থাকার কারনে ভাল লাগতে পারে।আমি সব চাইতে ইউরোইউএসডি পিয়ার পছন্দ করি।