বোনাস থেকে প্রফিটকৃত ডলার উইথড্র দেয়ার প্রহসনমূলক নতুন নিয়ম
ইন্সটাফরেক্স আমাদের সাথে দ্বি-মাতা সুলভ আচরন শুরু করছে। তারা বোনাস দিতে চায় না, এটা সরাসরি বলে দিলেই ভালো হয়। এতো ঘুরানো প্যাচানোর কি আছে। বোনাস সিস্টেম করা হইছেই এজন্য যাতে আমাদের মতো নতুনরা বোনাস দিয়ে ট্রেডিং শিখে রিয়েল মানি ট্রেডিং করতে পারি। কিন্তু বর্তমানে যে রুলস দেয়া হয়েছে সেটা রিতিমতো আমাদের সাথে বোনাসের নামে প্রহসস ছাড়া আর কিছুই নয়। বোনাস ডলারের 0.25% হারে মোট লট ক্রয় করতে হবে এটাও ঠিক ছিলো, কিন্তু আমাদেরকে যদি ট্রেড করার জন্য শুধুমাত্র EURUSDweek পেয়ারটি দেয়া হয় তাহলে এটা রিতিমতো আমাদের সাথে ফাজলামি ছাড়া আর কিছুই নয়। আমি আশা করছি প্রত্যেক সদস্যই আমার সাথে একমত হবেন।