বোনাস একাউন্টের লিভারের পরিবর্তন করা যায় কি?
আমি যতোদূর জানি, ইন্সতাফরেক্সে বোনাস একাউন্টের লিভারেজ পরিবর্তন করা যায় না। ফোরাম কর্তৃক বোনাস একাউন্টের জন্য লিভারেজ ১:৫০ নির্ধারণ করে দেয়া হয়েছে। বোনাস একাউন্টের জন্য এটাই সর্বোচ্চ লিভারেজ। আপনি চাইলেও এর বেশি নিতে পারবেন না। ফোরামের রুলস অনুযায়ী আপনি একাউন্ট ওপেনিং এর সময় যে তথ্য দিয়েছেন তার কোনটিই পরিবর্তন করতে পারবেন না। কোন কিছু পরিবর্তন করতে চাইলে ফোরাম অথরিটির কাছে মেইলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার ভাবে ইনফর্ম করতে হবে। ফোরাম অথরিটি যাচাই-বাছাই করে যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। নতুবা আপনি কোন তথ্যই পরিবর্তন করতে পারবেন না। তবে রিয়েল একাউন্টের ক্ষেত্রে লিভারেজ পরিবর্তন ও পরিমার্জন করা যায়।