1 Attachment(s)
ইতিহাসের সেরা দামে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি
দীর্ঘ দু'মাস ধরে বিটকয়েন প্রাইসের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এটি বর্তমানে ইতিহাসের সেরা দামে অবস্থান করছে। দীর্ঘ কয়েক মাস বিটকয়েনের প্রাইস স্থিতিশীল থেকে বর্তমানে এটি লাগামছাড়া ঘোড়া। বর্তমানে এর প্রাইস লেভেল ২৭৬৯৮। গত কয়েকদিন ধরে প্রতিদিনই বিটকয়েনের প্রাইস প্রায় ১০০০ করে বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এর প্রাইস ৩০০০০ অতিক্রম করবে এবং এই ধারা অব্যাহত রেখে অদূর ভবিষ্যতে ৫০০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। এই সুযোগে ট্রেডাররা ঊর্ধ্বমুখী প্রবণতা কে কাজে লাগে বিটকয়েন ট্রেডিংয়ে অধিকারে ঝুকে পড়ছে।
[ATTACH]13225[/ATTACH]