ফরেক্স নিয়ে সাধারণ মানুষের কিছু ভ্রান্ত ধারণা
অনেকেই ভাবে ফরেক্স মনে হয় অবৈধ বিজনেস। আসলে যে এটা ভুল তা অনেক সাধারণ মানুষের ধারণারবাইরে। অনেকে মনে করে ফরেক্স বিজনেস করে মুহুর্তেই টাকা দ্বিগুণ করা যায়।ফরেক্স করে রাতারাতি কোটি পতি হওয়া যায়।ফরেক্স ১/২ঘন্টা কাজ করলেই অনেক টাকা আয় করা যায় । ডেমো ট্রেড না করেই রিয়েল ট্রেডিং করা।ডেমো ট্রেড এ আপনি লাভ করতে পারছেন তার মানে এই নাযে লাইভ ট্রেডেও আপনি ভালো করতে পারবেন। আমাদের দেশের টাকা না তা বিনিয়োগ করলে এটা মানি লন্ডারিং হল না।তবে অনেকে রিস্কি মাকের্ট বলে ফরেক্সের প্রতি বাংলাদেশ সরকার মানুষকে উৎসাহিত করে না