প্রতিটা ব্যবসার মতোই ফরেক্স ট্রেডিং ও একটি ব্যবসা।আর ব্যবসার শুরু লগ্ন থেকেই এর সাথে লাভ লস ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তারপরও লস হলে আমাদের মাঝে একটা হীনমন্যতা ও খচখচানি কাজ করে। তাই লসে হতাশ না হয়ে,আমরা যদি লসের কারণ গুলো বিশ্লেষণ করে, উপযুক্ত সমাধান খুঁজে বের করতে পারি, তাহলে আমরা অন্য যেকোনো ট্রেডার এর তুলনায় আরো বেশি আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ট্রেডিং করে, উপার্জন এর পরিমাণ বাড়াতে পারবো। আপনার কি মনে হয়??