ফরেক্স শিখতে প্রশিক্ষণ এর প্রয়োজনীতা।
আমরা মনে করি আমরা নিজেরাই চেষ্টা করে ফরেক্স শিখতে পারবো।এই ধরনের চিন্তা কে আমি সাধুবাদ জানাই আর সেই সাথে আপনাকে সেলুট জানাই।কিন্তু সত্যি কথা বলতে আসলে বাস্তবতা অন্য রকম।আপনি নিজে নিজেই ফরেক্স শিখতে পারবেন কিন্তু আপনাকে এর জন্য অনেক সময় ও ডলার লস করতে হবে।আমি ব্যক্তিগত ভাবে কারো কাছে থেকে ফরেক্স শিখিনি যা শিখেছি নিজে থেকেই শিখেছি।এর জন্য আমি পাচ বছর সময় ও প্রায় ২০০ ডলার লস করেছি।আমি যদি কোন পেশাদার ফরেক্স ট্রেডারদের কাছে কিছু অর্থ এর বিনিময়ে ফরেক্স শিখতাম তাহলে আমার পাচ বছর সময় কখনো লাগতো না।আমরা কোর্স ফি ৬০০০ টাকা বেশি মনে করলাম।আর পাচ বছর ও ২০০ ডলার লস কিছুই মনে করলাম না।আসলে ফরেক্স নিজে নিজে না শিখে প্রশিক্ষণ এর মাধ্যমে শেখাই মঙ্গল কর।