এটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। যখন কোন ট্রেড ওপেন করি উক্ত ট্রেডটি যদি আমার বিপরীতে অবস্থান করে অনেক লসে চলে যায়। তখন আমার বুকের মাঝে ধরফর করে এই বুঝি মার্জিন কল খেলাম। আপনাদের ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে?
Printable View
এটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। যখন কোন ট্রেড ওপেন করি উক্ত ট্রেডটি যদি আমার বিপরীতে অবস্থান করে অনেক লসে চলে যায়। তখন আমার বুকের মাঝে ধরফর করে এই বুঝি মার্জিন কল খেলাম। আপনাদের ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে?
আজ থেকে এক বছর আগে আমার এই সমস্যা টি হয়েছিল।কারন তখন আমি কোন মানিমেনেজমেন্ট ছারা ছোট একটা একাউন্টএ উপর অনেক বড় রিক্স নিয়ে ট্রেড করেছিলাম।যে ট্রেন্ড টি যদি লসে থাকে তাহলে আমার একাউন্ট শেষ।কিন্তু এখন আর এই সমস্যা হয় না।কারন আমি প্রতিটি ট্রেডে সঠিকভাবে মানিমেনেজমেন্ট করে ওপেন করি।আমার অতিরিক্ত লাভের আশা নেই।সঠিক ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করাই একমাত্র লক্ষ্য।