আমি ফরেক্সে নতুন। প্রথম মাসে অল্প কয়েকটি পোস্টেই উল্লেখযোগ্য বোনাস পাই। যার সাথে ওয়েলকাম বোনাস অন্তর্ভুক্ত ছিল না যদিও। তবে পরের মাস থেকে নিয়মিত বোনাস পাচ্ছি না। বেশিরভাগ পোস্টের বোনাস পাচ্ছি না। অথচ আমি ফোরামের সব নিয়ম মেনেই পোস্ট করছি। বর্তমানে আমার নো বোনাস পোস্টের সংখ্যা ২৪৩। এর কারণ জানালে কৃতজ্ঞ থাকবো।