আমার মোট বোনাস নেওয়া আছে ৭২ ডলার।আর আমার বর্তমান ব্যালেন্স ৮০ ডলার।আমি হিসাব মতে ৮ ডলার উত্তোলন করতে পারবো।কিন্তু আমার একাউন্টে উত্তোলন অপশনে সবটুকু ব্যালেন্স বোনাস দেখাচ্ছে।আসলে প্রফিট উত্তোলন এর নতুন নিয়ম কারণে এই রকম হয়েছ।আর নতুন নিয়ম আমি যেটুকু বুঝেছি।এই নিয়ম মেনে প্রফিট উত্তোলন করা সহজ না।আপনারা চাইলে নিয়ম দেখে নিতে পারেন।তা না হলে আপনাদের সব কষ্ট ব্রেথা হবে ।