-
পোর্টফলিও কেন বানাবেন?
আপনার একাউন্টের প্রতিটি ট্রেড কত % রিস্ক নিয়েছিলেন, ক্লোজ করার পর কত % গেইন হলো, সর্বমোট ডিপোজিট, উইথড্র সম্পর্কে একটি পাতায় সব বিষয় সম্পর্কে ধারনা পাবেন। ড্র ডাউন- মানে আপনি কত % ব্যালেন্স ব্যবহার করে ট্রেড করেছেন সেটি জানতে পারবেন। এতে করে ড্র ডাউন বেশি হলে তা কমাতে আপনার ট্রেডিং সিস্টেমকে আরো আপগ্রেড করে নিতে পারবেন। আমাদের দেশের বেশিরভাগ ট্রেডার মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠা। আমাদের পক্ষে বড় ব্যালেন্স নিয়ে ট্রেড করাটা একটা স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আপনার ছোট একটা একাউন্টের পোর্টফলিও হতে পারে সমাধান। ফান্ড ম্যানেজমেন্ট ব্যাপারটা আমাদের দেশে এক রকম আবার দেশের বাইরে আরেক রকম। দেশের বাইরে যে কোন ব্যাক্তি/প্রতিষ্ঠান মূল্যায়ন করবে আপনার পোর্টফলিও। যেমন ইন্সটাফরেক্স।