সত্যি কথা বলতে কি আমি ফোরাম পোস্ট করে ট্রেডিং করে উপকৃত হয়েছে যদিও আমি এখন মার্জন কাল খেয়ে বসে আছি । তাই আমি মনে করি আমাদের উচিত এই ফোরাম কে খুবই অর্থবহ করে গড়ে তোলা কারণ যাতে করে একজন নতুন ফরেক্স ট্রেডার এই ফোরাম থেকে উপকৃত হতে পারে । আমাদের নিজের প্রফিট এর পরিমাণ বৃদ্ধি পাবে । তাই আমাদের উচিত আমরা যে যে বিষয়ে ভালো জানি কিংবা ভালো বুঝি সেগুলো বিস্তারিত ফোরামে আলোচনা করা ।