স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং।
ফরেক্স ট্রেডিং করার জন্য সবচেয়ে বেশি দরকার ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান বা দক্ষতা ও অভিজ্ঞতা। ফরেক্স মার্কেট একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিজনেস প্ল্যাটফর্ম। এখানে কখনোই স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা ঠিক না। ফরেক্সে জ্ঞান অর্জন করেই তারপরে ট্রেডিং করা উচিত। ফরেক্স জ্ঞান ছাড়া ফরেক্স ট্রেডিং!! এ যেনো দিবা স্বপ্ন দেখা। আপনি যদি ড্রাইভিং এর এবিসি নলেজ নিয়েই রেসলিং প্রতিযোগিতা করতে হাইওয়ে তে নেমে পড়েন তাহলে আপনি নিশ্চিতভাবেই এক্সিডেন্ট করবেন। আপনি গাড়ি রাস্তায় চালাবেন নাকি পাশের খাদে চালাবেনে সেটা আগেই অনুমিত।
অনুরুপভাবে আপনি যদি বাই এবং সেল নিতে শিখেই মনে করেন ফরেক্সের অনেক কিছু শিখে গেছি আর ট্রেড করতে শুরু করে দেন তাহলে ঐ ড্রাইভারের মতোই অবস্থা হবে।
সুতরাং সার্বিক বিশ্লেষণের পর বলা যায় যে, অবশ্যই ফরেক্স সম্পর্কে পূর্ন জ্ঞান নিয়েই ফরেক্স ট্রেডিং করতে হবে। ফরেক্সের সুচক, সাপোর্ট-রেসিস্টেন্স ও ফাদার অব ফরেক্স খ্যাত মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো করে জানতে হবে। অনেক স্টাডি করতে হবে এবং টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। সর্বপরি, কমপক্ষে ছয় মাস ডেমো প্রাকটিস করে দেন রিয়েলে ট্রেডিং এ আসতে হবে।