নিজের ভুল খুঁজে বের করার চেষ্টা করুন।
সাধারণত ফরেক্স মার্কেটে শুরুতে সবাই করে থাকে। কেউ ফরেক্মে লস না করে লাভের মুখ দেখতে পারেনি। ফরেক্স মার্কেটে এমন কোন লিডার নেই যে কখনো লস করেনি। তাই বলে অলস বসে থাকা যাবে না। ব্যর্থতাকে শক্তিতে পরিনতো করে ঘুরে দাঁড়াতে হবে। নিজের ভুলগুলো খুঁজে বের করতে হবে। কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা আবিস্কার করতে হবে। দুর্বলতার যায়গায় বেশি বেশি স্টাডি করতে হবে। আসলে আমরা এমনটা করি না বিধায় ললসের বৃত্ত থেকেও বের হতে পারি না।
তেমনিভাবে শুরুতে দু’একটি ট্রেডে লাভ করতে পারলে তাতে করে আনন্দে আত্মহারা হওয়ার কিছু নেই। তার থেকে বরং আবিস্কার করুন আপনার ভালো করার কারনগুলো। আবিস্কার করুন কোন সিদ্ধান্তটা বেশি কার্যকর আর কোনটা ক্ষতিকর। সেই মোতাবেক পরবর্তীতে ট্রেড করুন।