আমি ট্রেড নিলেই মার্কেট উল্টো দিকে যায়।
আমরা অনেকেই এমনটা মনে করি যে, আমি ট্রেড নিলেই মার্কেট উল্টো দিকে যায়। কিন্তু আসল ব্যাপারটা ঠিক তা নয়। প্রতিটি ট্রেডারকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সঠিকভাবে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড নিলে এমনটা হওয়া স্বাভাবিক। এসব ক্ষেত্রে সাইকোলজিকাল বিষয়গুলো খুব বেশি কাজ করে। বড় মাপের ট্রেডার কথা মার্কেট মেকাররা রিটেইলার ট্রেডারদের সাইকোলজি বুঝে মার্কেটকে বিভিন্ন সময় করিয়ে থাকেন। তারা ভালো করেই জানে আপনি কোথায় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করেছেন। এসব ব্যাপার গুলো বেশিরভাগ সময়ই আমাদের মত নতুন ট্রেডারদের ক্ষেত্রে ঘটে থাকে। এসব থেকে পরিত্রান পাওয়ার উপায় হল মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করা। যখন আপনি মার্কেটের ট্রেন্ড এবং আচারণ বুঝে ট্রেড করা শিখে যাবেন তখনই এরকম পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।