বিশ্বস্ত ব্রোকার যাচাই করার উপায়
ফরেক্সে ব্রোকারের অভাব নেই। কিন্তু সকল ব্রোকার বিশ্বস্ত নয়। মাঝে মাঝে অ্যাড দেখা যায় যে অমুক ব্রোকারে এত সুবিধা তমুক ব্রোকারে অমুক অফার। কিন্তু একবার ভেবে দেখুন তো এটা কতটা বিশ্বস্ত। কিছু ব্রোকার এমন লোভনীয় অফার দেখিয়ে কিছুদিনের জন্য উদয় হয়ে মেম্বারদের ডিপজিট করা অর্থ আত্মসাৎ করে গুম হয়েও যেতে পারে। পূর্বে এমন রেকর্ড আছে এবং ভুয়া ব্রোকারে মানি ডিপোজিট করে এভাবে অনেকেই প্রতারিত হয়েছে। তাই কোন ব্রোকার বিশ্বস্ত সেটা যাচাই করার দায়িত্ব আপনার। যাচাই করার জন্য জন্য প্রয়োজন হলে আপনার পরিচিত কোন ট্রেডারের সহযোগিতা নিন। ব্রোকারের পেমেন্ট প্রুফ অপশনটা চেক করে নিন। ব্রোকারে ফোরাম আছে কিনা সেটা যাচাই করুন। ব্রোকারে ফোরাম থাকলে সুবিধা হল ডিপজিট না করেই ফোরমে পোস্ট করে বোনাস অর্জন করে তা বিনিয়োগের মাধ্যমে ট্রেড করা যায়। ট্রেড করে সফলভাবে প্রফিট উইথড্র করতে পারলেই এর বিশ্বস্ততা যাচাই হয়ে যাবে। তাছাড়া আপনাকে যাচাই করতে হবে যে কোন ব্রোকারের মেম্বার সংখ্যা বেশি। কারণ যে ব্রোকারের বিশ্বস্ততা বেশি এবং সুযোগ সুবিধা ভালো সেই ব্রোকারে মেম্বার সংখ্যা বেশি থাকবে। যেমন বর্তমান সময়ে এশিয়ার সবচেয়ে বিশ্বস্ত ব্রোকার ইন্সটাফরেক্স এবং এর সুযোগ-সুবিধাই সবচেয়ে ভাল।