-
ফরেক্স ফ্যাক্ট ইমোশন
আমরা অনেক কিছুই জানি, বুঝি কিন্তু মানি না। আসলে মানি না বলাটা ঠিক হবে না, মানতে চাই কিন্তু পারি না। আমরা জানি লোভে পড়ে বড় লট নেয়া যাবে না- কিন্তু মানতে পারি না। আমরা জানি প্রতি মাসে মাসে ৫০-৬০% গেইন বাস্তবসম্মত না- মানতে পারি না। জানি স্টপ লস ছাড়া ট্রেড করা নিরাপদ না- মানতে পারি না।এরকম আরো বহু বিষয় আছে। দেখা গেল GBPUSD পেয়ারে Sell নিয়ে একটা এনালাইসিস দিলো কিন্তু আপনার সে সময় Buy এন্ট্রি নেয়া। শুরু করে দেই তর্ক বিতর্ক। আসলে হয়তো দুজনই দুজনের জায়গা থেকে সঠিক। কেউ হয়তো ১৫ মিনিটের সাপোর্ট রেসিস্ট্যান্ড দেখে এনালাইসিস করে ট্রেড নিয়েছে আর কেউ হয়তো ৪ঘন্টা দেখে। দিনশেষে দুজনই হয়তো লাভবান হবে। কিন্তু অনেকে এভাবে দু ধরনের এনালাইসিস দেখে কনফিউসড হয়ে যায়। নিজের সিস্টেমে ঠিক থাকুন, নিজের ট্রেডিং সিস্টেমের উপর ভরসা না থাকলে বেশিদিন মার্কেটে সার্ভাইব করতে পারবেন না। তাই কে কি করলো, সেগুলো চোখের সামনে পড়লে দেখুন, শিখুন কিন্তু মানুন সেটি যেটা আপনার সিস্টেমে বলে।
-
একজন দক্ষ ট্রেডার, সবসময় তার নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি ও স্টাইলে ট্রেডিং করে থাকেন। কেননা তিনি জানেন যে আবেগ ও লোভ নিয়ন্ত্রণ করে,কীভাবে ট্রেড করতে হয়। সেই সাথে,ট্রেড বিপরীতে গেলে ধৈর্য ধারণ করে, অপেক্ষা করেন। সেই সাথে সিনিয়র ট্রেডারের কাছ থেকে সবসময় জ্ঞান অর্জন করেন। কিন্তু আমরা যারা শিক্ষানবিশ ট্রেডার আছি,আমরা অল্পতেই অধৈর্য হয়ে পড়ি, ঘাবড়ে যাই,লোভ ও আবেগের বশবর্তী হয়ে,হুটহাট ট্রেডিং করে বসি।যা কখনোই একাউন্ট এর জন্য নিরাপদ নয়।তাইতো আমাদের ও উচিৎ একজন দক্ষ ট্রেডারের মতো করে, নিজেকে গড়ে তোলা। কেননা কেবলমাত্র তখনই ফরেক্স এর আসল মজা উপভোগ করতে পারবো।
-
ইমোশন থাকা ভালো তবে অতিরিক্ত ইমোশন কখনোই ভালো নয় বিশেষ করে বিজনেস এর ক্ষেত্রে। এখানে বাস্তবটাই আসল, আর আবেগটা মেকী। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ ব্যাপারটি একেবারেই অকার্কর। ইমোশন বা আবেগ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর প্রথম পর্যায় প্রত্যেক ট্রেডারই কিছুটা ইমোশন বা আবেগপ্রবণ হয়ে থাকেন। ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। আবেগ শুধু প্রেম-ভালোবাসাতেই মানায় বাস্তব ক্ষেত্রে এর কোনো ভিত্তি নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আমাদের আবেগ কন্ট্রোল করে ফরেক্স ট্রেডিং করতে হবে। প্রথমদিকে দুই-একটি ট্রেডে লস হতে পারে তাই বলে আবেগি হয় বা ইমোশনাল হয়ে ঝুঁকি নিয়ে ভালোভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড নেয়া যাবে না। দু-একটি ট্রেডে লস হলে কিছু সময়ের জন্য ফরেক্স থেকে ব্রেক নিতে পারেন। ফরেক্সে লস হলে প্রথমে লস এর কারণ অনুসন্ধান করুন এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করুন। ভুল সংশোধন করে পরবর্তী ট্রেড নিতে হবে। এভাবে ফরেক্স ট্রেডিং করতে পারলে অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হবেন।
-
ইমোশন মানুষের এতটাই খারাপ একটি বিষয় যার ফলে মানুষ সাধারন ভাবে জীবন যাপন করতে পারে না ঠিক একই বিষয়টা যদি আমাদের কর্মক্ষেত্রেও পদার্পণ করে তবে আমাদের সেক্ষেত্রেও খুব দ্রুত নষ্ট হয়ে যাবে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এর ভিন্ন কোনো বিষয় নয় ইমোশন আমাদের অনেক ক্ষতি করে থাকে সাধারণত ফরেক্স ট্রেডাররা খুব দ্রুত মার্কেট থেকে ছিটকে পড়ার বেশ কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো ইমোশন নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে এবং তাকে হাতের হিসেবে কাজে লাগাতে পারে সেই সকল ট্রেডাররা সফল