ফরেক্সে এনালাইসিস করতে মার্কেট এনালাইসিস করতে সাপোর্ট এবং রেসিসটেন্স সেট করা অতীব প্রয়োজন। আর এ সাপোর্ট এবং রেসিসটেন্স যদি সঠিকভাবে সেট করতে না পারেন তাহলে ট্রেড প্রফিট হওয়ার সম্ভাবণা খুবই কম থাকবে। তাই সঠিকভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স সেট করা খুবই জরুরী।