গ্রীষ্মকালে দুপুর ১:০০ থেকে দুপুর ৩:০০ পর্যন্ত টকিয়ো ও লন্ডন সেশন ওভারল্যাপ করে এবং সন্ধ্যা ৬:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত লন্ডন ও নিউইয়র্ক সেশন ওভারল্যাপ করে । তাই এই সময়ে মুভমেন্টও থাকে বেশি । ট্রেড করার জন্য মোটামুটি আদর্শ সময় ।
Printable View
গ্রীষ্মকালে দুপুর ১:০০ থেকে দুপুর ৩:০০ পর্যন্ত টকিয়ো ও লন্ডন সেশন ওভারল্যাপ করে এবং সন্ধ্যা ৬:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত লন্ডন ও নিউইয়র্ক সেশন ওভারল্যাপ করে । তাই এই সময়ে মুভমেন্টও থাকে বেশি । ট্রেড করার জন্য মোটামুটি আদর্শ সময় ।
আপনি আপনার সুবিধামত যেকোনো সময়েই ট্রেডিং করতে পারবেন। কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি, অধিকাংশ ট্রেডারই ফরেক্সে পার্টটাইম ট্রেডার হিসেবে কাজ করি। তাই আমরা আমাদের ফ্রী টাইম বা,কাজের ফাঁকেই ট্রেডিং করে থাকি। তাই আপনি আপনার সুবিধামত সময়ে ট্রেডে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারেন।তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত টাইমফ্রেমে ট্রেডিং করতে পারেন। কেননা এই সময়ে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি হয়, এবং আপনি যদি সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারেন, তাহলে প্রতিনিয়ত অনেক ভালো মাপের উপার্জন করতে পারবেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করার সব থেকে উপযোগী সময় হলো দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই সময় নিউজ সেশন। নিউজ প্রকাশিত হোয়ার পর মার্কেটের মুভমেন্ট বেড়ে যায়। ফলে ঐ সময় ট্রেড করলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে অবশ্যই মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে ।
ফরেক্স দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে। এই ২৪ ঘন্টায় বিভিন্ন পেশার ট্রেডার গন ফরেক্স এ যার যার সময় বেছে নিয়ে ফরেক্স এ ট্রেড করে থাকেন। আমি ফরেক্স এ বিকেল ৩:০০টা থেকে রাত ১২:০০ টা পযর্ন্ত ট্রেড করে থাকি। এই সময়টাতে মার্কেট আমার কাছে মনে হয়র্ ভাল থাকে এবং ট্রেড করার উপযোগী সময়। আবার যখন দেখি যে মার্কেট আমার ট্রেড করার অনুকূল এ আসে তখন আমি ট্রেড করে তখন নির্দিষ্ট টাইম থাকে না। তবে বেসিক সময়টাই হল বিকেল ৩:০০ থেকে রাত ১২:০০টা পযর্ন্ত।
ফরেক্স ট্রেড করার জন্য যদি আপনি আদর্শ সময় না বেছে নিতে পারেন তাহলে ট্রেড করে প্রফিট করতে পারবেন না। ট্রেড করার জন্য আদর্শ সময় নির্ভর করে আপনি কোন পেয়ারে উপর ভিত্তি করে ট্রেড করেন সেই পেয়ারের টাইম সেশনের উপর। টাইম সেশন এর উপর ভিত্তি করেই আদর্শ সময় নির্বাচন করতে হবে। আপনি যদি গোল্ডে ট্রেড করেন তাহলে আপনাকে টাইম সেশনে ট্রেড করতে হবে। আর নিউইয়র্ক টাইম সেশন শুরু হয় সন্ধ্যা ছয়টা থেকে শেষ হয় রাত তিনটা। আমি সাধারণত সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মধ্যে সকল ট্রেড ওপেন এবং ক্লোজ করে ফেলি। এই সময়টাকে আমার কাছে আদর্শ সময় মনে হয় গোল্ডে ট্রেড করার ক্ষেত্রে।
যদিও ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সপ্তাহের ৫ দিনের ২৪ ঘন্টাই ওপেন থাকে, তারপরেও ব্যক্তি ক্ষেত্রে একেক জন দিনের বিভিন্ন সময় নির্ধারণ করে ট্রেডিং করে থাকেন। আমি সাধারণত লন্ডন শেসন শুরু অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত এবং নিউইয়র্ক শেসন শুরু অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত ট্রেড করে থাকি। একেক জনের ট্রেডিং করার সময় একেক রকেম। একজন ট্রেডার কখন ট্রেড করবেন করবেন সেটা নির্ভর করে তার সময় ও সুযোগ উপর। এক এক জনের সময়-সুযোগ ও ট্রেডিয় সাইক্লোজি এক এক ধরনের। আমদের একেক জনের ট্রেডিং সাইক্লোজির পার্থাক্যটা অনেক বেশি কারন আমাদের শেখার মাধ্যমটা ভিন্ন ভিন্ন। আমি মনে করি মার্কেট খোলার প্রথম দিন ও মার্কেট ক্লোজিং এর দিন ট্রেড থেকে বিরত থাকা ভালো।
বিভিন্ন ট্রেডিং সেশনের মধ্যে আমেরিকান সেশন আমার কাছে ভালো মনে হয়। এই সময়ে অস্ট্রেলিয়া, টোকিও ও লন্ডন মার্কেট বন্ধ থাকে তাই মার্কেটের গতি প্রকৃতি বেশির ভাগ আমেরিকা সেশনে সিফট হয়ে থাকে। এক এক জন ট্রেডার একেক সেশনে ট্রেড করেন। যারা শুধু মেজন কারেন্সি পেয়ারে ট্রেড করেন তাদের জন্য আমেরিকান সেশনই বেস্ট ট্রেডিং সেশন। সময়ের পার্থাক্যের কারনে বাংলাদেশ সময় সন্ধা ছয়টায় আমেটিকান সেশন শুরু হয়। তাই এই সময় ট্রেড নিলে সারাদিন মার্কেট পর্যবেক্ষন করা যায়। তাই আমি মনে করি এসব বিষয় মাথায় রেখে ট্রেডিং করা উচিৎ। সর্বোপরি বলা যায় আপনি যদি দ্ক্ষ ট্রেডার হন তাহলে পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই আপনার জন্য উপযুক্ত সময়।
ট্রেড করার জন্য আদর্শ সময় নির্ভর করবে।আপনার ট্রেডিং স্ট্রেজি এর উপর।আমি ফরেক্স মার্কেটে প্রাইস একশন ট্রেডিং স্ট্রেজি এর মধ্যেমে লং ট্রেড করি।এজন্যই আমি খুব সকালে ঘুম থেকে উঠে মার্কেট ওপেন করে দেখি কোন সিগন্যাল আছে কিনা।ট্রেড এন্ট্রি নেওয়ার পজিশন থাকলে এট মার্কেটে বা পেন্ডিং অর্ডার করি।রাতে আবার ট্রেড চেকাপ করি।