ছোট ছোট লক্ষ্য স্থির করে এগিয়ে যান।
আমি ফরেক্স মার্কেটে পাচ বছরের বেশি সময় ধরে আছি।এই সময়ে এর মধ্যে আমি লাষ্ট এক বছরে ফরেক্স মার্কেট বিষয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা গত চার বছরেও অর্জন করতে পারেনি।আমি ফরেক্স মার্কেটে এত টাই লুজার ছিলাম বুঝতে পারবোনা।আমি বারবার ব্যর্থ হওয়ার কারন খুজতে লাগলাম।প্রথমে যে সমস্যা ধরা পড়লো তাহলো আমি কোন স্ট্রেজি মেনে ট্রেড করিনা ও অভার ট্রেড বেশি করি।এর পর যে সমস্যা বের করলাম তা হলো মানিমেনেজমেন্ট করে ট্রেড করিনা।আমি এই সমস্যা তিনটি স্তরে ভাগ করে তা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করলাম এবং এখন সমাধান করার চেষ্টা করছি।আমি প্রথম দুই মাস এক টান একটি স্ট্রেজি দিয়ে অভার ট্রেড না করে প্রতিটি ট্রেড এ মানিমেনেজমেন্ট করে ট্রেড করলাম।এতে যত লস হক আমি আমার নিয়ম পাল্টে ফেলিনি।দুই মাস পরে দেখি আমার রেজাল্ট অনেক ভালো।এর পর সিদ্ধান্ত নিলাম আগামী ২০২১ সাল পর্যন্ত এই নিয়মেই চলবো।এবং ২০২১ সালে এসে নতুন পরিকল্পনা করি যে আমি প্রতি মাসে 1 ডলার হলেও প্রফিট করার চিন্তা করবো ইনশাল্লাহ ।।