ফরেক্স মার্কেটে অধ্যবসায় কতটুকু জরুরী??
আমি মনে করি ফরেক্স মার্কেট টিকে থাকতে অধ্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা আমরা যদি, সফল ট্রেডারদের সফলতার পেছনের গল্প বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো যে তাদের আজকের এই সফলতার পিছনে লুকিয়ে রয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। কেননা তারাও একসময় আমার আপনার মত ফরেক্স সম্পর্কে জিরো জ্ঞানের অধিকারী ছিলেন। কিন্তু তারা ধৈর্য ধারণ করে বারবার চেষ্টা করেছেন, এবং নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে, পুনঃ পুনঃ চেষ্টা করেছেন। তাইতো আজ তাদের নামের পূর্বে অতিরিক্ত বিশেষন সফল যুক্ত করে,তাদেরকে সফল-ট্রেডার হিসেবে আখ্যায়িত করা হয়। আপনার কি মনে হয়?? ফরেক্স ট্রেডিং এ অধ্যবসায়ী হওয়ার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে???