ফরেক্স ট্রেডিং শুধু আমার পেশাই নয়, বরং নেশাও। কেননা আমি এখন একটা দিনও ফোরাম ফলো না করে, ফোরামে লেখালেখি না করে, থাকতে পারি না। সেই সাথে মার্কেট খোলা থাকাকালীন,মেটা-ট্রেডার সফটওয়্যারটি পর্যবেক্ষণ ছাড়া থাকতে পারি না। কেননা আমি ফরেক্সের মজা পেয়েছি। তাইতো আমি ফরেক্স এর প্রতি আসক্ত। আসক্তি থেকে যদি উপার্জন করা যায়, তাহলে দোষ কোথায়। আপনার ও কি ফরেক্স ট্রেডিং শুধু পেশা,নাকি নেশাও??