অন্যকে সহযোগীতা করতে কার্পণ্য নয়।
প্রতিটা চাকরির সেক্টরেই আপনি লক্ষ্য করে থাকবেন যে, আপনার উন্নয়নে এক শ্রেনীর মানুষের চোখ টাটায়। অর্থাৎ তারা ঈর্ষাণীত হয়। এবং আপনি সহ, আপনার মতো উপযুক্ত ব্যক্তিদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, বিভিন্ন উপায় খুঁজে,বসের সামনে আপনাকে হেয় প্রতিপন্ন করে বা করতে চায়। কিন্তু একমাত্র ফরেক্সই এমন কোন মাধ্যম,যেখানে সিনিয়ররা আপনাকে টেনে তুলবে, আপনার সফলতা এনে দিতে, আপনাকে সফল ট্রেডার হিসেবে রুপান্তরিত হতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তাইতো আপনি ও যখন সফল হবেন,অন্যকে সহযোগীতা করতে কার্পণ্য করবেন না। কেননা আমি যদি ফরেক্সে ভালো উপার্জন করি,এতে আপনার উপার্জন বিন্দুমাত্র ও কমবে না। আপনার কী মনে হয়??