ফরেক্স যেহেতু জটিল ও ঝুঁকিপূর্ণ একটি পেশা সেহেতু এখানে সফলতার জন্য একে অপরকে সম্মিলিত ভাবে সহযোগিতা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সকলে একসঙ্গে একে অপরের সহযোগিতা ও একসাথে ফরেক্সে কাজ করলে যেমন সহজ মনে হবে তেমনি সকলের আগ্রহও বাড়বে। কথায় আছে - দশে মিলে করি কাজ নাহি হারি না লাজ। তাই আমাদের একাকত্বতা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন?
:ok: