বোনাস তো এক সময় ঠিকই দিবে তাই বলে ফরেক্স ফোরামে একটিভি না থাকলেই কি সমাধান হবে? তাই আমাদের সঠিকভাবে কার্য চালিয়ে যেতে হবে। কোন সমস্যাই স্থানী নয়, এক সময় ঠিকই এ ক্ষেত্রে সমাধান হবে। তাই ধৈর্য ধরুন, আর আমরা ফরেক্স ট্রেডারদের ধৈর্যের সহনশীলতা একটু বেশিই। তাই আরেকটু ধৈর্য সহকারে সাথেই থাকুন।