আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং এ, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড না নিলে, মার্কেট পরিবর্তনের ফলে একাউন্ট ঝুঁকির মুখে পড়বে। কিন্তু তারপরও এই বিষয়টি জানা সত্ত্বেও,মাঝে মাঝে একটু বেশি লাভের আশায়, ঝুঁকি নিয়ে বসি।যার জন্য আমাদের মাঝে মাঝে মাশুল ও দিতে হয়। তাই অভিজ্ঞ ট্রেডারদের সুপরামর্শ আশা করছিলাম যে, আমাদের সর্বোচ্চ কতটুকু রিস্ক গ্রহন করা উচিত?? এবং মোট ব্যলেস্নের শতকরা কত ভাগ দিয়ে, ট্রেডিং করা উচিৎ??