তুলনামূলক পোষ্টের সংখ্যা একটু বেশিই কমে যাচ্ছে।
ফেব্রুয়ারি ২০২১ এর শেষের দিক থেকে আমি লক্ষ্য করছি যে, ফোরামে নতুন থ্রেডের পরিমাণ কম হচ্ছে।এই মাসের শুরু থেকে লক্ষ্য করলাম,যে পোষ্ট এর সংখ্যা তুলনামূলক বেশিই কমে যাচ্ছে। কেননা সাধারণত (১৭০-১৮০) জন ট্রেডার, কনটিনিউ ফোরাম ফলো করছে, কিন্তু সেই তুলনায় নতুন থ্রেডের সংখ্যা খুবই কম।হাতে গোনা কয়েকজন ট্রেডার ছাড়া কেউই নতুন কোন থ্রেড পোষ্টই করছে না। আবার ঘুরে ফিরে সেই কয়েকজন ট্রেডারই মন্তব্য করে যাচ্ছে।এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, অভিজ্ঞদের পরামর্শ প্রার্থনা করছি।