আমার পূর্ণ বিশ্বাস যে, প্রত্যেক ট্রেডারের ফরেক্সে আসার পেছনে কারো না কারো উৎসাহ-উদ্দীপনার বা অবদান রয়েছে। আপনার ফরেক্সে আসার পেছনে উৎসর্গ স্বরূপ কে ছিলেন? আমার মনে হয় প্রত্যেকই কোন নিকট আত্মীয় বা বন্ধু-বান্ধবের নাম বলবেন। আমার ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটেছে। আমার ফরেক্সে আসার পেছনে আমার বন্ধু /আমার বড় ভাই তিনি আমাকে উৎসাহ যুগিয়েছেন। আপনার ফরেক্সে আসার পেছনে কে ছিলেন? তাহার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তো?