Originally Posted by
Starship
ফরেক্স রোবোট (ea) হলো এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যার মাধ্যমে একজন ট্রেডার রোবট এর মাধ্যমে ট্রেড করে প্রফিট করতে পারেন। ফরেক্স রোবোট অটোমেটিকভাবে ট্রেড ওপেন এবং ক্লোজ করার মত কাজ সম্পাদন করে থাকেন। ফরেক্স রোবোট টয় সেই ধরনের প্রোগ্রাম সেটিং করা থাকে, যার মাধ্যমে অটোমেটিকভাবে ট্রেড সিদ্ধান্ত এবং ক্লোজ সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে একজন সফল এবং দক্ষতার হতে গেলে আমার মতে রোবট এর মাধ্যমে ট্রেড না করাই উত্তম। নিজে ফরেক্স মার্কেট এনালাইসিস করে পরে ট্রেড করা উচিত। তাহলে এক সময় আপনি দক্ষ ট্রেডার হতে পারবেন।