বোনাস প্রাপ্তির অপেক্ষা ফুরাল...
ফরেক্সে আমরা অধিকাংশ ট্রেডাররাই সাধারনত ফোরাম বোনাস দিয়ে ট্রেডিং করে থাকি।যেই কারণে মাসের ১৫ তারিখ পার হলেই, বোনাস পাওয়ার জন্য মনটা কেমন যেন করে। তারপর যদি আবার পরবর্তী মাস চলে আসে, তাহলে অপেক্ষা যেন আর শেষই হয়না। তেমনি আমার মতো, অসংখ্য ট্রেডার জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বোনাস পাওয়ার তীব্র অপেক্ষায় ছিলো। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে,আজ রাতে একসাথে দুইমাসের বোনাসই ঢুকেছে। এজন্যই হয়তো বলা হয়, অপেক্ষার ফল অধিক মিষ্ট হয়। তাই হতাশ না হয়ে, ধৈর্য ধারণ করে ফরেক্স এর সাথে লেগে থাকুন। কেননা যেইখানে সমস্যা আছে, ঐখানে সমাধান ও রয়েছে।