1 Attachment(s)
মৌসুমী রোগে পরিণত হতে পারে করোনা ভাইরাস: জাতিসংঘ।
[ATTACH]13925[/ATTACH]
করোনা ভাইরাস একটি মৌসুমি রোগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কিছু লক্ষণ পাওয়ার পর করোনার গতি প্রকৃতি নিয়ে প্রথমবারের মতো একটি প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। সংস্থাটির বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্য নিয়ে গঠন করা হয় ওই বিশেষজ্ঞ দল।
জাতিসংঘের ওই দলটি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ওপর আবহাওয়া ও বায়ুমানের সম্ভাব্য প্রভাব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই রহস্য উদঘাটন করে। এরপর সংস্থাটি ওই প্রতিবেদনে জানিয়েছে, করোনা মৌসুমি রোগে রূপ নিতে পারে। কোভিড-১৯ মৌসুমি রোগ হয়ে ওঠার যথেষ্ট প্রমাণ রয়েছে। এমনকি করোনা ভাইরাস বহু বছর মানবজাতিকে ভোগাবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞ দলের কো-চেয়ার ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেন জেইটচিক জানিয়েছেন, ‘করোনা রহস্যময়। ভাইরাসটি অনেকবার তার ধরণ বদলেছে। গত গ্রীষ্মে যেমন বিভিন্ন দেশে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে তেমনি এই গ্রীষ্মেও যে ছড়াবে না তা বলা যাচ্ছে না। এছাড়া বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর নির্ভর করে করোনার বিধিনিষেধ কঠোর বা শিথিল করা ঠিক হবে না।