কেবল মাত্র আপনিই পারেন, নিজেকে সফলতার শীর্ষে পৌঁছাতে।
আমরা সকলেই সফল ট্রেডারদের সফলতা দেখে ঈর্ষান্বিত হই, আফসোস করি।আমরাও চাই তাদের মতো উপার্জন করতে। কিন্তু তাদের এই সফলতার পিছনে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দেখতে চাইনা।চাইনা ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে, একাগ্রতার সাথে মার্কেটে লেগে থাকতে।একটা কথা মাথায় রাখুন,আপনি সফল না হওয়ার জন্য, কেবলমাত্র আপনিই দায়ী।হ্যা শুধুমাত্র আপনিই দায়ী। কেননা সফলতা কেউ কাউকে হস্তান্তর করে না, আপনাকে ও কেউ হস্তান্তর করবে না। তাই নিজেকে ফরেক্স মার্কেটের উপযুক্ত করে তৈরি করুন। এবং নিজের নামের আগে অতিরিক্ত বিশেষন লাগিয়ে সফল লাগিয়ে, নিজেকে সফল ট্রেডার হিসেবে রুপান্তরিত করুন। কেননা প্রত্যেক সফল ট্রেডারই শূন্য থেকে শুরু করেছিলেন।