মানসিক চাপে ট্রেডিং ও ফোরাম পোষ্টিং।
ইতিপূর্বে শুধু শুনেই এসেছি যে, মানসিক চাপ নিয়ে ট্রেডিং করলে, তূলনা মূলক লস বেশি হয়। সেই সাথে ফোরাম পোস্ট ও মানসম্মত হয় না। কিন্তু সাম্প্রতিক বিষয়টি নিজেই উপলদ্ধি করেছি। কেননা গত কয়েক দিন ধরে আমার শরীরটা একটু অসুস্থ, সেই সাথে মানসিক ভাবে কিছুটা চাপের ভিতরে ছিলাম।যার প্রভাব পড়েছে এ সময়ের ট্রেডিং ও পোষ্টে। কেননা আমি কিছু ভুল ট্রেডিং করে বসেছি, সেই সাথে নিজেই বুঝতে পারছি যে,আমার পোষ্ট এর গুনগত মান কমে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, মানসিক চাপ ও অসুস্থ অবস্থায় যতটা সম্ভব,ট্রেডিং অফ রাখবেন। কেননা লস করার থেকে লাভ না করাটাও উত্তম।