আমরা সকলেই জানি একই আইপির অধীনে, একাধিক ফরেক্স একাউন্ট পরিচালনা করলে, ফোরাম বোনাস না পাওয়ার সম্ভাবনা সহ, একাউন্ট ব্যানড হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি যদি একই মোবাইলে মেটাট্রেডার ৪/৫ এর সাথে অন্যান্য ফরেক্স সাইট পরিচালনা করি, সেক্ষেত্রে কি আমার একাউন্টটি বন্ধ করে দেয়া হবে?? অভিজ্ঞদের সুপরামর্শ প্রার্থনা করছি।