এ মাসের বোনাস দিয়ে কে কত প্রফিট করতে পেরেছেন।
আসলে ফরেক্স মার্কেটে আমরা অনেকেই কাজ করি এবং অনেকেই প্রতিমাসেই কিছুনা কিছু প্রফিট করি। এবং অনেকেই অ্যাকাউন্ট জিরো করে ফেলি। তো আমি জানতে চাচ্ছি যে আসলে এ মাসে কে কত প্রফিট করতে পেরেছেন এবং কার কত ডলার লাভ হয়েছে বা লস হয়েছে।
আমার এ মাসে বোনাসের পরিমাণ কম এজন্য আমি এখন পর্যন্ত এ মাসে প্রফিট করতে পারি নি বরঞ্চ আমি আরো লসে আছি কিছু ডলার।
আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে আমরা কার কি পরিস্থিতি সবাই জানতে পারতাম এবং বুঝতে পারতাম কিভাবে ট্রেড করা উচিত।