আপনি কি ফরেক্স ট্রেডিং পূর্ণাঙ্গ পেশা হিসেবে গ্রহণ করতে চান??
প্রায় দেড় বছর যাবৎ ফরেক্স মার্কেটের সাথে থাকায়,এটুকু বুঝতে পেরেছি, যদি অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগে সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নিতে পারেন,তাহলে এখান থেকে খুব সহজেই অনেক ভালো মাপের উপার্জন করা সম্ভব।কেননা আমি গত সপ্তাহে ৪০৪ পিপস লাভ করেছি।কত লটের অর্ডার ছিল,এটা না হয় বাদই দিলাম।আশা করছি,এই সপ্তাহে আরো বেশি পরিমাণ লাভ করতে পারব।তাই আপনি যদি অভিজ্ঞতা ও দক্ষতার সাথে ফরেক্স ট্রেডিং করতে পারেন,তাহলে খুব সহজেই ফরেক্স ট্রেডিংকে, পূর্ণাঙ্গ পেশা হিসেবে বেছে নিতে পারবেন।কেননা এখানে যতটা সহজ ও স্বাধীনভাবে উপার্জন করা যায়,তা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়।তাইতো ভবিষ্যৎ এ ফরেক্স ট্রেডিং কে ফুলটাইম পেশা হিসেবে বেছে নিব।এবং জীবনের প্রতিটা মুহূর্ত নিজের মতো উপভোগ করবো।