আমি এখোনো রিয়েল একাউন্ট করিনি। তবে ফোরাম বোনাসের একাউন্টে আমি ১:৫০ লেভারেজ নিয়েছি। ফোরাম বোনাসের একাউন্টে নাকি ১:৫০ এর বেশি লেভারেজ নেওয়া যায়না। আমি রিয়েল একাউন্টে লেভারেজ নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে লেভারেজ নিব।সিনিয়র ভাইদের কাছে জানতে চাচ্ছি যে কত লিভারেজ সবচাইতে উত্তম হবে রিয়েল অ্যাকাউন্টের জন্য।