ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে।যারা কয়েক মাস শিখে বলে ৫০০ ডলার ডিপোজিট করলে আমি প্রতিদিন কত প্রফিট করতে পারবো।অসলে এই ধরনের ট্রেডার দের জন্য আমার একটা উত্তর যে ভাই আপনি লস করবেন।কারন যারা ফরেক্স মার্কেটে এই ধরনের ট্রেডার তারা ফরেক্স বিষয়ে কিছু জানেনা।আর তারা যদি ফরেক্স বিষয়ে কিছু জানতো তাহলে এই ধরনের প্রশ্ন করতো না।কারন একজন প্রফেশনাল মানের ট্রেডার জানে যে সে ৫০০ ডলার ডিপোজিট করে কত প্রফিট করতে পারবে।